পারিবারিক মারপিটের ঘটনায় বিন্দি পাড়া থেকে গ্রেপ্তার এক ব্যক্তি কে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে জানা গেছে শামুকতলা থানার পুলিশের পক্ষ থেকে শনিবার বেলা দুটা নাগাদ। শামুকতলা থানার বিন্দি পাড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে দিলু দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার পরিবারের সদস্যরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা দুটা নাগাদ তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে নিয়ে আসা হয়েছে।