নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া একটি টোটো উদ্ধারে হাত লাগালেন জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ খগেশ্বর দেবশর্মা। মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ হরিরামপুর থেকে কিষাণমন্ডির উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎই রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো জমিতে উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খগেশ্বর দেবশর্মা। সঙ্গে সঙ্গে তিনি নিজে ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মী-সমর্থকেরা মিলে টোটোটিকে উদ্ধার কাজে হাত লাগান। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হয়নি।