Barasat 1, North Twenty Four Parganas | Aug 27, 2025
গনেশ পুজোর পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বারাসাত বরিশাল কলোনি গণেশ পূজো কমিটি প্রতিবছরের মতন এ বছরও গনেশ পুজোর আয়োজন করে উত্তর 24 পরগনা জেলায় বারাসাত বরিশাল কলোনির গণেশ পূজো কমিটি। বারাসাত কুতুল সহি রোডে আয়োজিত এই গণেশ পূজোয় পুজোর পাশাপাশি আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি বৃক্ষ প্রদান ও বিক্ষোপণ কর্মসূচিও পালন করা হয়। আজকের এই পুজো মন্ডপে উপস্থিত হয়েছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখোপাধ্যায় ,