করিমপুর থানা প্রাঙ্গণে করিমপুর থানার আইসির উদ্যোগে করিমপুর থানা এলাকার দুস্থ মানুষের কথা ভেবে করিমপুর থানার আইসির তত্ত্বাবধানে ১২০ জন দুস্থ ব্যক্তিকে শিতোবস্ত্র প্রদান করা হলো আজ আনুমানিক বেলায় একটার দিকে. উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশেরASP ওSDPOও দুই ব্লকের ২ BDO. সিভিক ভলেন্টিয়াররা পূজোতে ভালো কাজ করায় তাদের উপহার তুলে দেনASP. সাধুবাদ জানালেন করিমপুরবাসী