তীরন্দাজিতে আলিপুরদুয়ার জেলার নাম ঊজ্বল করেছে ফালাকাটার কাদম্বিনী চা বাগানের দুই ভাইবোন। ২২ ও ২৩ সেপ্টেম্বর ঝাড়গ্রামে রাজ্য স্কুল গেমসে তীরন্দাজিতে ছেলেদের অনূর্ধ্ব ১৯ বছরের বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে কাদম্বিনী চা বাগানের অরূপ কুজুর। মেয়েদের অনূর্ধ্ব ১৭ বছরের বিভাগে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে অরূপের বোন অবন্তিকা কুজুর। ওদের বাবা দিলীপ কুজুর একসময় রাজ্যস্তরে খেলেছিলেন। পরে দারিদ্র্যের কারণে খেলা ছেড়ে দিয়ে রুজির সংস্থানে নামতে বাধ্য হন। ছেলেমেয