রাজনগরে একদিনে উদ্ধার হল দুটি বিশাল অজগর। ভুরাবালি গ্রামের একটি পোল্ট্রি ফার্মের পাশ থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর এবং হিরাপুর গ্রামের কৃষিজমির জল পাম্পের পাইপের ভেতর থেকে প্রায় ৫ ফুটের অজগর উদ্ধার করেন বনকর্মী সনাতন মাহাতো ও বিমল মাহাতো। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সাপ দুটিকে নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে।