আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ওন্দা থানার অন্তর্গত পুনিসোল বোর্ড হাইস্কুল একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল।এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। ওন্দা থানার ভারপ্রাপ্ত ওসি পাল সহ একাধিক পুলিশ আধিকারিক।এই রক্ত দান শিবিরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃত্তি ছাত্রছাত্রী দের সবন্ধনা দেওয়া হয়।এই দিন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল মহাশয় নিজে রক্তদান করেন