শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের সেন্ট্রালরোড স্থিত উত্তর ত্রিপুরা জিলা পরিষদের অফিসের কনফারেন্স হলে জিলা পরিষদের স্ট্যান্ডিং কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন UTZP সভাধিপতি অপর্না নাথ, সহ সভাধিপতি ভবতোষ দাস, জিলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন সহ অন্যান্যরা।