কুশমন্ডি ব্লকের ৫ নং দেউল অঞ্চলের ভদ্রকালী এলাকায় বুধবার সকাল থেকে চরম উত্তেজনা। রাস্তার বেহাল দশা, কলের জলে আয়রনের উপস্থিতি, অকেজো পথবাতি ও রাস্তার ধারে গৃহপালিত পশু বাঁধার মতো সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। এদিন হাড়াহাড়–ইসনাইল গ্রামীণ সড়ক অবরোধ করে প্রতিবাদে নামেন তাঁরা।অবরোধকারীরা অভিযোগ করেন, বিধায়িকা রেখা রায়ের বাড়ি এই এলাকায় হলেও তিনি উদাসীন।