আগামী ৫ই সেপ্টেম্বর বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষ্যে শান্তি মিছিল অনুষ্ঠিত হবে হলদিবাড়িতে। তারেই প্রস্তুতি স্বরুপ সভা হলো হলদিবাড়ি হুজুর সাহেব মাজার প্রাঙ্গনে। রবিবার শেষ বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, ওইদিন হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার থেকে একটি বর্ণাঢ্য শান্তি মিছিল বের করা হবে। মিছিলটি হলদিবাড়ি শহর পরিক্রমা করে পুনরায় মাজারে ফিরে আসবে৷ এওরপর আগত সকলের মধ্যে তবারক বিতরণ করা হবে।