This browser does not support the video element.
রাজগঞ্জ: : পুলিশ দিবস উপলক্ষে মালবাজার থানায় পুলিশ আধিকারিকদের সংবর্ধনা দিল তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের মাল গ্রামীণ ব্লক কমিটি
Rajganj, Jalpaiguri | Sep 1, 2025
: পুলিশ দিবস উপলক্ষে সোমবার মালবাজার থানায় পুলিশ আধিকারিক এবং কর্মীদের সংবর্ধনা তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের মাল গ্রামীণ ব্লক কমিটি । এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে মালমহকুমা পুলিস আধিকারিক রোশন প্রদিপ দেশমুখ, মাল থানার আইসি সোম্যজিত মল্লিক ও অনান্য পুলিস আধিকারিকদের। হিন্দি প্রকোষ্ঠের মাল গ্রামীণ ব্লক সভাপতি অমুল ঠাকুর হিন্দি প্রকোষ্ঠের অমুল বলেন, পুলিস কর্মিরা বাড়িঘর ছেড়ে আমাদের নিরাপত্তা দিচ্ছে। তাই আমরা পুলিশ আধিকারিকদের সম্বর্ধনা দিয়েছি।