আক্রোশবসত কয়েকজনকে মারধর করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ধৃতের নাম মিরাজুল শেখ। তার বাড়ি মঙ্গলকোটের ইসন্ডা গ্রামে। ধৃতকে শনিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর মোড়ে ক’জন বসে গল্পগুজব করার সময় আক্রোশবসত তাদেরকে মারধর করা হয় বলেই অভিযোগ।