খড়গপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এর আপনজন ক্লাবের তরফে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ সেই প্রতিযোগিতারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খড়্গপুরে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার।