শহরের অন্যতম জনপ্রিয় পুজো পূর্বাঞ্চল দুর্গা পুজো কমিটি এ বছর তাদের ৩৬তম বর্ষে পদার্পণ করল। এ বছরের থিম *“স্বর্গ তব বোধে”*। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পুজোর প্রস্তুতির প্রথম অধ্যায়। সকালে পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় বিশিষ্টজন ও বহু নাগরিক।