নিউ গিতালদহ এলাকায় একটি বাছুর গরুকে পিটিয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বাছুর গরুটির ময়নাতদন্ত করল দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দরিবস এলাকার মেহেবুব আলম জানান , তাদের একটি বাছুর গরু অন্যে জমিতে গেলে প্রতিবেশীরা বাছুরটিকে ধাওয়া করে পিটিয়ে মারে বলে তাদের অভিযোগ। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বাছুর গরুটির দেহ উ