নলহাটি দুই নম্বর ব্লকের ভগলদিঘী ও লোহাপুরে MPLAD এর তহবিল থেকে দুটি উচ্চবাতি স্তম্ভর শুভ উদ্বোধন করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সঙ্গে উপস্থিত ছিলেন INTTUC জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী,সহ ব্লক নেতৃত্বরা। খুশি এলাকাবাসীরা। এছাড়াও লোকসভায় তৃণমূল কংগ্রেসের সহকারী দলনেত্রী মনোনীত হওয়ার পর এলাকার নেতৃত্বরা সংবর্ধনা দেন সাংসদ শতাব্দী রায়কে।