নিমাইচান্দপুরে নিমাইচান্দপুর দরবার শরিফে জশনে ঈদে মিলাদুন্নবী মহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে পড়ুয়ারা নাতে রাসুল,পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পুর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ লস্কর।তিনি পবিত্র কোরআন শরীফ ও হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:)নিয়ে আলোচনা করেন। এদিন ছাহেবক্বিবলা হজরত মাওলানা আলিম উদ্দিন চৌধুরী ভক্ত অনুগামীদের নিয়ে বিশ্বশান্তির মোনাজাত করেন।