অবৈধভাবে চোলাই মদ বিক্রি করার অভিযোগে খানাকুলের পার চব্বিশপুর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আরামবাগ মহাকুম আদালতে পেশ করল খানাকুল থানার পুলিশ। গতকাল অর্থাৎ মঙ্গলবার পার২৪ পুর এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তি সহ ৬৭ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে খানাকুল থানার পুলিশ। ধৃতদের আরামবাগ মহাকুম আদালতে খানাকুল থানা পক্ষ থেকে পেশ করা হয় বলে জানা যায়।