সোমবার মহা সপ্তমী।সকাল থেকেই মহা ধুমধামে নব পত্রিকা স্নানের অনুষ্ঠান হতে দেখা যায় বিভিন্ন বারোয়ারি পুজো থেকে শুরু করে মন্দির ও বাড়ির পুজো গুলিতে।সেইমত এদিন সকালে কাঁকসার পানাগড় গ্রামে বাবু পাড়ার জোড়া শিব মন্দির উন্নয়ন কমিটির দুর্গাপুজোয় মহা ধুমধামে নব পত্রিকা স্নানের জন্য মন্দির চত্বর থেকে বের হয় শোভাযাত্রা।পালকি করে শোভাযাত্রা গিয়ে পৌঁছায় পানাগড় বাইপাশ সংলগ্ন সায়রে।সেখানে নব পত্রিকা স্নানের পর মন্দিরে শুরু হয় পুজো।