নিয়ামতপুরে জাভেদ বারিক গুলি কাণ্ডে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলো ফেরেনসিক দল ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে জে গত শুক্রবার রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত রহমান পাড়ায় দুস্কৃতিদের গুলিতে খুন হন জাভেদ বারিক নামে রহমান পাড়ারই বাসিন্দা ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে নিহত জাভেদ বারিক এর খুড়ততো ভাই ইন্তেখাব আলম কে গ্রেফতার করে।এরপর এই ঘটনায় নিহত জাভেদ বারিক এর খুড়ততো বোন ফ