ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পুড়ে যায় এলাকায়। খবরে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে তুফানগঞ্জ এক ব্লকের নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের হাপালমারা, বশ পাড়া প্রভৃতি এলাকায় প্রায় ২৫ জনের মতো শ্রমিক নেপালে কাজ করে। কিন্তু অশান্ত নেপালে কারখানায় আটকে পড়ে রয়েছেন তারা। স্থানীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন তারা। ফোন মারফত জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। উদ্ধারের জন্য প্রশাসনের দ্বারস্থ।