উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় চলছে। বহু লোক ইতিমধ্যে মারা গিয়েছেন। বহু মানুষ ঘর ছাড়া। বাড়ি ঘর ভেঙে গেছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কার্নিভাল করছেন। এনিয়েই সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার বিকেল সাড়ে তিনটায় এনিয়ে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।