চিতাবাঘে তুলে নিয়ে গিয়েছিল নাবালক করমুল হককে। সেই করিমুলের বাড়ি থেকে একরাতে দুইবার এসে একটি ছাগলকে তুলে নিয়ে যায়।আরেকটিকে মেরে মেরে ফেলে চলে যায় চিতাবাঘ। এঘটনায় নাগরাকাটা ব্লকের দুইনং আংরাভাষা গ্রামপঞ্চায়েতের উত্তর আংরাভাষা এলাকার খুটাবাড়িতেব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গত শুক্রবার গভীর রাতে আচমকা করিমুল হকের বাড়ির গোয়ালঘরে ছাগলেরা চিৎকার চেচামেচি জুড়ে দেয়।বাড়ির লোকজন বাড়ির বাইরে বেড়িয়ে এসে দেখে একটি চিতাবাঘ তাদের একটি ছাগলকে তুলে নিয়ে যাচ্ছে।