পহেলা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ দিবস উপলক্ষে সোমবার করিমপুর ২ নম্বর ব্লকের করিমপুর থানা, থানারপাড়া থানা এবং মুরুটিয়া থানার পুলিশ আধিকারিকদের পুলিশ দিবসের শুভেচ্ছা জানানো হলো করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক মন্ডল এদিন করিমপুর থানার পুলিশ আধিকারিক সিকান্দার আলম, থানারপাড়া থানার মোহাম্মদ ইলিয়াস এবং মুরুটিয়া থানার নির্মাল দত্তের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন।