নম্বর এক অথচ ওই একই নম্বর রয়েছে একটি বাইকে ও একটি স্কুটিতে। বিস্ময়কর এমন ঘটনা ঘটলো ময়নাগুড়িতে। গাড়ি না চালিয়েও জরিমানার কবলে পড়তে হল ময়নাগুড়ির চ্যাংমারি এলাকার এক বাসিন্দাকে। ১০০০ টাকা করে দুবার জরিমানার কবলে পরে অবশেষে ময়নাগুড়ি থানায় শুক্রবার দৌড়ে এলেন তিনি। ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। তার অভিযোগ জানতে পেরে তাজ্যব ট্রাফিক পুলিশ পর্যন্ত। কিন্তু কি হয়েছিল ঘটনাটি? জানলে চমকে উঠবেন আপনারাও