ষোলো দলের স্বর্গীয় বিশ্বনাথ সরকার ও গোঁসাই সরকারের স্মৃতিতে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ধমান ২ ব্লকের পাম্প হাউস ময়দানে।আয়োজনে যদুনাথপল্লি অমিয় স্মৃতি সঙ্ঘ। রবিবার ফাইনাল খেলা জয় মা কালী একাদশ ও পৌষালী একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা টসে মিমাংসা হয়।টসে জয় মা কালী একাদশ জয়লাভ করে। আয়োজক সংস্থার বাসুদেব মন্ডল জানান, জয়ী দলের নির্মল মান্ডি প্রতিযোগিতার সেরা ও সেখ সামিম খেলার সেরা নির্বাচিত হয়।