সংগঠনের আগামী কর্মসূচি স্থির করতে নয়াগ্ৰামের বালিগেড়িয়াতে বিশেষ সভা করল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। রবিবার বিকেলে সংগঠনের বেলাকাঠিয়া মুলুক ও নয়াগ্ৰাম খলাড় মুলুকের নেতৃত্বের যৌথ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর প্রাক্তন ঝাড়গ্ৰাম জেলা পারগানা ধাঙ্গা হাঁসদা,বেলাকাঠিয়া মুলুকের গড়েৎ পারগানা ঠাকুর চাঁদ হাঁসদা,নয়াগ্ৰাম খলাড় মুলুকের পারগানা ঘনশ্যাম মুর্মু প্রমুখ।