দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে বাঘের আতঙ্ক।বুধবার সকালে গ্রামের মানুষজন প্রথমে নদীর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখতে পায়।খবর দেওয়া হয় বন দফতর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতে।বন দফতরের কর্মীরা এসে বাঘের পায়ের ছাপ নিশ্চিত করে।এরপর গ্রামের দিকে নদীর চড়ের অভয়ারণ্য জাল দিয়ে ঘিরতে শুরু করেছে।