মোমবাতি থোকে আগুন লেগে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর।মৃতছাত্রী নাম কোয়েল মন্ডল, সে মোহনপুর ডিগ্রী কলেজের পড়াশোনা করতেন। গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পরএই ঘটে এই দুর্ঘটনা। প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়,সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। গতকাল জিবি হাসপাতালেই মৃত্যু হয় কলেজছাত্রী কোয়েল মণ্ডলের।