গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে শামুকতলা থানার পুলিশ বুধবার বেলা দুটা নাগাদ। শামুকতলা থানার উত্তর মহাকালগুড়ি এলাকার যুবক অসীম দেবনাথের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকাল নটা নাগাদ। যুবকের বয়স ৩৬ বছর। অবিবাহিত যুবক দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভুগছিল। বাড়িতেই তার দোকান ছিল । দোকানের পাশাপাশি বাড়ির কাজও করতো দায়িত্ব নিয়ে।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।