বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসব এ বছর দশম বর্ষে পা দিল। নবমীর রাতে উপচে পড়া ভিড় জমল মণ্ডপচত্বরে। ডোকরা শিল্প, জঙ্গলমহলের সংস্কৃতি আর রাজঘরানার ছোঁয়ায় সেজেছে মণ্ডপ, ঝিনুকের সাবেকিয়ানায় গড়া প্রতিমা মুগ্ধ করেছে সকলকে। নিরাপত্তায় ছিল স্বেচ্ছাসেবক ও পুলিশ কর্মী, নজরদারিতে পুরো এলাকা। দর্শনার্থীদের সুবিধার্থে ব্রেস্ট ফিডিং সেন্টার ও শৌচাগারও রাখা হয়েছে। বাজেট প্রায় ২৩ লক্ষ টাকা।