আবারও দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এবার শান্তিপুর কলেজের পাঁচিল দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধীরা। সূত্রের খবর, গত কয়েক মাস আগে শান্তিপুর কলেজ কতৃপক্ষ নতুন করে তাদের সীমানা পাঁচিল দিয়ে ঘেরার সিদ্ধান্ত নেয়। সেই মতন পাঁচিল তৈরির কাজও শুরু হয়েছে। আর সেই পাঁচিল নির্মাণ নিয়েই উঠছে দুর্নীতির অভিযোগ। বিরোধীদের অভিযোগ, এক নম্বর ইট দিয়ে পাঁচিল নির্মাণের কথা থাকলেও তাতে তিন নম্বর ইট ব্যবহার হচ্ছে।