কুমলাই চা বাগানে একটি নতুন পেভার ব্লকের রাস্তার কাজের শুভসূচনা হল। পুজো অর্চনার পর রাস্তার কাজের সূচনা করলেন মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ।সাথে ছিলেন, ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা টেটে,পঞ্চায়েত সমিতির সদস্যা মিরা লামা, স্থানীয় পঞ্চায়েত সদস্য রোহিত খেস, দীপিকা ওরাও ও অনিতা ওরাও সহ অনান্যরা। জানা গিয়েছে ২৭০০ মিটার এই রাস্তাটির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ২ কোটি ৬৩ লক্ষ ৬০ হাজার ১৮৪ টাকা বরাদ্দ করা হয়েছে।