বংশীহারী থানার গুরাইল এলাকায় স্বামী-স্ত্রীর অশান্তির জেরে আত্মঘাতী হলেন স্বপন হাঁসদা নামে এক যুবক। মৃতের বয়স ২৮ বছর। তিনি পেশায় কম্পিউটার শিক্ষক ছিলেন। জানা গেছে, রবিবার স্ত্রীকে বাপের বাড়ি দিয়ে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। সোমবার দুপুর একটা নাগাদ তার দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে আসে। পরিবার সূত্রে খবর, দাম্পত্য কলহের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন স্বপন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।