দুর্গাপুজোর আগে হিলি সীমান্তে ফের সক্রিয় পাচারচক্র। সোমবার রাতের বেলা গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলি থানার পুলিশ উদ্ধার করল পাঁচ হাজার নেশার ট্যাবলেট ও ৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে কমল বিশ্বাস নামে এক পাচারকারী। ধৃতের বাড়ি হিলির নফর এলাকায়। পুলিশ জানিয়েছে, সে নিজের বাড়িতেই বিপুল পরিমাণ ট্যাবলেট মজুত করেছিল। বাংলাদেশে পাচারের জন্য নিষিদ্ধ মাদক বাড়িতে মজুত করে রেখেছিল। মঙ্গলবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।