গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো থানারপাড়া থানার পুলিশ। ধৃতরা হলো আসাদুল মালিতা এবং সাইনুল খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে থানারপাড়া থানার ঘোটভাঙ্গা এলাকায় টোটোই করে তিন ব্যক্তি মাদক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে টোটোটি আটকালে একজন পালিয়ে যায়, বাকি দুজনকে আটকে SDPO-র উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় বস্তা ভর্তি প্রায় ২৩ কেজি গাঁজা।*