পুরুলিয়ার রঘুনাথপুর শহরের জগৎজননী পূজা মন্ডপ প্রাঙ্গণে সমাজসেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা সহ দেশ সেবার লক্ষ্যেই নতুন ক্লাব গঠন করার জন্য বুধবার বিকেলে আয়োজিত হল ৬০জনকে নিয়ে প্রথম বৈঠক। নতুন ক্লাবের নাম দেওয়া হয়েছে নেশন ফাস্ট ক্লাব। ক্লাবের কনভেনার বাণেশ্বর মুখার্জী জানান, রঘুনাথপুর শহরের জগৎজননী পূজা মন্ডপ প্রাক্তনে দেশ সেবা করার লক্ষ্য নিয়ে নতুন ক্লাব গঠন করার জন্য প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।নতুন ক্লাবের নামকরণ করা হয়েছে নেশন ফাস্ট ক্লাব।