দ্বাদশ পড়ুয়ার ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ঘটনা খুমলুঙ এলাকায়।মৃত ছাত্রের নাম থমাস কলই বয়স ১৯ বাড়ি অম্পিনগর এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। ছাত্রে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ছাত্রের মায়ের অভিযোগ তার ছেলেকে মেরে ভাড়াটিয়া ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে।