২৯শে সেপ্টেম্বর সোমবার মহা সপ্তমীর সন্ধ্যায় নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামের আলোর মালায় সেজে উঠেছে বহু পুরনো মা সিংহ বাহিনী মিলন মন্দির। নিষ্ঠা সহকারে এই মা সিংহ বাহিনীর পূজো করা হয়।মা এখানে চতুর্ভূজা। এলাকাবাসীদের পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও বহূ মানুষ পূজো দিতে আসেন। সন্ধ্যা নামতেই মন্দিরে ঠাকুর দেখতে ভীড় জমাতে শুরু করেছে মানুষজন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্ডপে মন্ডপে চলছে নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশি টহল।