তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার এক উক্তিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলা কেটে নেওয়ার কথা বলেন, এ নিয়ে বিজেপির তরফে এফআইআর করা হয়েছে পুলিশে। মহুয়া মৈত্রর এই উক্তি নিয়েই শুরু হয়েছে চর্চা। আজ সোমবার খড়গপুর শহরে এক দলীয় কর্মসূচি শেষে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার এই উক্তিকে কটাক্ষ করে বলেন, মহুয়া মৈত্রর কথার কোন গুরুত্ব নেই, যখন যা মুখে আছে বলেন, যার সাংসদ পদ বাতিল হয়ে যায় তার কথার কোন গুরুত্ব নেই।