মেদিনীপুর শহরে খাবারের দোকানগুলিতে হাজির ফোর সেফটি টিম। শহরের বিভিন্ন ফাস্টফুড দোকান এবং খাবারের দোকানগুলিতে খাবারের গুণগত মান যাচাইয়ের জন্য খাবারের দোকানগুলিতে হানা দিল ফোর সেফটি টিম। আজ সোমবার বেলা প্রায় দেড়টা নাগাদ শহরের কেরানী তলা থেকে স্টেশন রোডের ওপর থাকা বিভিন্ন খাবারের দোকানগুলিতে হানা দেয় এই টিম। এই টিমে ছিলেন ফুড সেফটি অফিসার সহ মেদিনীপুর পৌরসভার পৌর আধিকারিকরা।