This browser does not support the video element.
ধূপগুড়ি: নাগরাকাটায় নবনির্বাচিত তৃণমূলের চার ব্লক নেতৃত্বকে সম্বর্ধনা দিল তৃণমূল ছাত্রপরিষদ,উপস্থিত ব্লক সভাপতি
Dhupguri, Jalpaiguri | Sep 1, 2025
নাগরাকাটায় তৃণমূলের ব্লক কার্যালয়ে নবনির্বাচিত তৃণমূলের চার ব্লক নেতৃত্বকে সম্বর্ধনা দেওয়া হল তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে। এদিন সম্বর্ধনা দেওয়া হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রি, যুবসভাপতি প্রবিন সিং ঝা, আইএনটিটিইউসির ব্লক সভাপতি অনুপ লাকরা, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রন্থি তিরকিকে।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চম্পাগুড়ির প্রধান রমেশ তিরকি, মাইনরিটি সেলের ব্লক সভাপতি কাদের আলি, তৃণমূল ছাত্রপরিষদের ব্লক সভাপতি, রোজ ছেত্রি।