মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা বাজারের লাল বাসার সামনে শনিবার বিকেলে একটি বিদ্যুৎ ট্রান্সফর্মার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে রাস্তার ধারে ফুচকা বিক্রি করা এক দোকানদার গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফর্মার থেকে আচমকা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ওই ফুচকা বিক্রেতা ফুটপাতে বসে দোকান চালাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে চ্যাংড়াবান্ধা হাসপাতালে ভর্তি করেন।