আজ সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ। কেবল এবং বিয়ারিং মেরামতির কাজ হবে আজ দিনভর। রবিবার ভোর ৫'টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সমস্ত গাড়ি চলাচল বন্ধ, পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়ের উপরেও দু’টি পিলারে লোহার বিম বসানোর কাজ হচ্ছে আজ। ফলে এখানেও যান চলাচল নিয়ন্ত্রিত। আগাম ঘোষণা মতোই নির্ধারিত পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।