হরিহরপাড়ায় আব্দুর রহিম পি পাল প্রতিষ্ঠানে পুলিশ দিবসে বিশেষ সংবর্ধনা , উপস্থিত DSP মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার চোয়া এলাকায় সোমবার দুপুরে অনুষ্ঠিত হলো পুলিশ দিবস উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। আব্দুর রহিম পি পাল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এদিন পুলিশকর্মীদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস, হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত সহ থানার একাধিক পুলিশকর্মী। পুলিশ