উত্তর ত্রিপুরা জেলার সিএমও অফিসে আজ শুরু হলো ইন্ডিয়া ব্রেন হেলথ ইনিশিয়েটিভ। নিটি আয়োগ সদস্য প্রফেসর ভি. কে. পল এবং শ্রী বি.ভি.আর. সুব্রহ্মণ্যম-এর উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই কর্মসূচি। উত্তর ত্রিপুরা থেকে শ্রীমতী এসথার জংটে, সিনিয়র ডেপুটি কালেক্টর, মেডিক্যাল অফিসার ও জেলা হাসপাতালের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এটির লক্ষ্য মস্তিষ্কের স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।