আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। রাস্তায় নেমে যথারীতি লাঠি সোটা দিয়ে মারামারিতে সামিল হলেন কংগ্রেসের দুই গোষ্ঠী। জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের কর্মী সভা চলাকালীন এমন কান্ড। সম্প্রতি জেলা কংগ্রেসের সভাপতি করা হয়েছে মৃণ্ময় সরকারকে। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে নতুন সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়। সেসময় কংগ্রেসের বিদায়ি সভাপতি শান্তনু দেবনাথের গোষ্ঠী তুমুল বিক্ষোভ শুরু করে। ঝাটা হাতে বিক্ষোভ দেখান মহিলা কংগ্রেস কর্মীরা।