স্নান করতে গিয়ে বিপত্তি, নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি, দীর্ঘক্ষণ পর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠালো পুলিশ। সোমবার এই ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে আসলো মালদার চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম মুনসুর আলী( ৫০) বাড়ি চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে। প্রতিদিনের মতো গতকাল রাত্রি আনুমানিক দশটা নাগাদ গোয়ালপাড়ার মহানন্দা নদীতে স্নান করতে যায়।