পাড়ায় সমস্যা, পাড়াই সমাধান ক্যাম্পে বুথ কমিটি নিয়ে সমস্যা ভাতারের শিকতোর গ্রামে, বিধায়ক ও ওসি গিয়ে ক্যাম্প আবার স্বাভাবিক করে। শনিবার পাঁচটা ২৫ মিনিটে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফোনে জানান, আমি তো কিছু শুনিনি। পাড়ায় সমস্যা পারায় সমাধান ক্যাম্পে আজ শিকতোর গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।