Baruipur, South Twenty Four Parganas | Aug 23, 2025
বাড়িপুর বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘরণী করেছে বারইপুর বাই পাশে সাউথ উইন্ড আবাসনের সামনে, যেটা জানা যাচ্ছে বাইকটি গড়িয়ার দিক থেকে বাড়িপুরের দিকে দ্রুতগতিতে এসেছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর ।